• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

স্কুল খোলার প্রথম দিনেই শ্লীলতাহানির শিকার ছাত্রী

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৪
স্কুল থেকে ফেরার সময় শ্লীলতাহানির শিকার ছাত্রী
ফাইল ছবি

করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলার প্রথম দিনেই সিরাজগঞ্জের তাড়াশে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক স্কুলছাত্রী।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে পৌনে ১টার দিকে তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বখাটে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরীয়া গ্রামের আব্দুল মজিদের বখাটে ছেলে আতিকুল ইসলাম আতিক (২২)।

অভিযোগ সূত্র জানায়, উপজেলার একটি বিদ্যালয়ের ওই শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষার্থী। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে সে ক্লাস করতে স্কুলে যায়। স্কুল শেষে দুপুরে বাড়ি ফেরার পথে বখাটে আতিকুল ইসলাম আতিক তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। এ সময় স্কুলছাত্রীর চিৎকার করলে তার সঙ্গে থাকা সহপাঠীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে আতিক স্কুলছাত্রীর মুখ অ্যাসিডে ঝলসে দেবেন ও সহপাঠীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যান। পরে ওই স্কুলছাত্রী ও তার সহপাঠীরা স্কুলে ফিরে গিয়ে বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানান। পরে কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রীর অভিভাবক তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম আরটিভি নিউজকে জানান, স্কুলছাত্রী ও তার সহপাঠীরা আমার অফিসে এসে শ্লীলতাহানির অভিযোগ করে। আমি তাৎক্ষনিকভাবে বিষয়টি থানার ওসিকে দ্রুত ওই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলে দিয়েছি।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক আরটিভি নিউজকে জানান, আমি ওই স্কুলছাত্রীর অভিযোগটি গ্রহণ করে থানার সেকেন্ড অফিসারকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিলেন কলেজছাত্রী
স্কুলছাত্রীকে জোর করে চুমু দিয়ে মাদরাসাছাত্র গ্রেপ্তার
প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেপ্তার
প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, অতঃপর... 
X
Fresh