• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

খাবারের দোকানে শিক্ষার্থীদের আড্ডা, করোনার আশঙ্কা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫
খাবারের দোকানে শিক্ষার্থীদের আড্ডা, করোনার আশঙ্কা
করোনার আশঙ্কা

দীর্ঘ দিন পর ব্যবসা জমে উঠেছে ফুচকা, ঝালমুড়ি, আখের রস ও ফাস্ট ফুড ব্যবসায়ীদের। সেই পুরানো দৃশ্যে দেখা গেছে স্কুল-কলেজের আশ-পাশের এসব দোকানগুলোতে।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা বহুদিন পর ভিড় জমিয়েছে এসব দোকানে।

জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান শুরুর আগে ও ছুটির পরে বিভিন্ন দোকানে দলবেঁধে শিক্ষার্থীরা বসছে বন্ধু-বান্ধবীদের সঙ্গে আড্ডায়। ফলে দীর্ঘ সময় পর্যন্ত কাটাচ্ছে বাইরে। বিক্রেতা ও শিক্ষার্থীদের অনেকের মধ্যেই মুখে মাস্ক পড়তে দেখা যায়নি। কেউ কেউ পড়লেও তা বেশির ভাগের মাস্ক ছিল থুতনিতে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আখের রস বিক্রেতা আলমগীর আরটিভি নিউজকে জানান, স্কুল-কলেজ খুলে দেয়ায় বিক্রি আগের চেয়ে অনেক ভালো হয়েছে।

শহরের পুরাতন কাচারীঘাট এলাকায় ঝালমুড়ি বিক্রেতা মান্নান সরকার আরটিভি নিউজকে জানান, দীর্ঘ দিন পর আজ বিক্রি ভালো হয়েছে। এক বেলায়ই সব মুড়ি বিক্রি হয়ে গেছে। বহুদিন পর স্কুল-কলেজ খোলায় ছাত্র-ছাত্রীরা দলবেঁধে ভিড় করছে মুড়ি খেতে। তাই দ্রুত বিক্রি হয়ে গেছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh