Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৪২
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৯

টাকা না থাকায় নদীতে ফেলে দেয়া হয় দুই শিশুকে

টাকা না থাকায় নদীতে ফেলে দেয়া হয় দুই শিশুকে
ফাইল ছবি

ভাড়া দিতে না পারায় দুই শিশুকে লঞ্চ থেকে নদীতে ফেলে দেওয়া হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ তাদেরকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে একজনের নাম সজীব (১২)। অন্যজন ১৩ বছরের মেহেদুল। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। গজারিয়া থানা পুলিশের ফেসবুক পেজে রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানানো হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন আরটিভি নিউজকে জানিয়েছেন, শিশু দুটি লঞ্চে পানি বিক্রি করে। ইমাম হাসান-৫ নামের একটি লঞ্চে করে তারা ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল। ভাড়া না থাকায় কর্তৃপক্ষ তাদের লঞ্চ থেকে ফেলে দেয়। বেলা ১১টার দিকে স্পিডবোটে মেঘনা নদী পার হওয়ার সময় দুই শিশুর চিৎকার শুনে তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে নেওয়া হয়। সেখানে দুপুরের খাবার খেতে দেই। পরে ভাড়া দিয়ে চাঁদপুরগামী অন্য লঞ্চে একটি পরিবারের সঙ্গে তুলে দেই।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS