• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেড় বছর পর শিশুদের কাঁধে ব্যাগ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮
দেড় বছর পর শিশুদের কাঁধে ব্যাগ
শিশুদের কাঁধে ব্যাগ

মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। রোববার (১২ সেপ্টেম্বর) খুলে দেওয়া হয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

দীর্ঘ দেড় বছর পর অন্য সকালগুলোর মত নয় আজকের সকালটি। দৃশ্যটি দেড় বছর পর দেখা মিলেছে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে শিশুদের ছোটাছুটির দৃশ্য। নিজের চেনা-পরিচিত প্রাণের পাঠশালায় দীর্ঘদিন পরে ফিরেছে শিক্ষার্থীরা। এ যেন অনেক আনন্দের দিন তাদের কাছে।

সকাল সাড়ে ৭টা থেকে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, মডেল স্কুল ও সেন্ট্রাল হাইস্কুল ঘুরে দেখা যায় দেখা যায় শিশুরা আনন্দ আর উচ্ছ্বাসের সঙ্গে স্কুলে প্রবেশ করছে। শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে দিচ্ছেন কিভাবে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে এবং শ্রেণিকক্ষে বসবে৷

শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে ফেরাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। এখানে শিক্ষার্থীদের আসনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হয়েছে৷

কোনো শিক্ষার্থীর ঘরে করোনা উপসর্গ বা সংক্রমিত কেউ থাকলে শিক্ষার্থীকে স্কুলে না পাঠানোর জন্য বলা হয়েছে। এছাড়া সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অভিবাবকদের ঝুম মিটিংয়ে মাধ্যমে অবহিত করা হয়েছে ৷

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা পেলো বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি 
বিয়ে না করেও ৩ সন্তানের মা মিমি চক্রবর্তী
X
Fresh