• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫
বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রাঘাতে সৈয়দ আলী শেখ (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সৈয়দ শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতাঙ্গা গ্রামের মৃত ছবির উদ্দীনে ছেলে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জামালপুর ইউনিয়নের মাতলাখালী-স্বর্পবেতাঙ্গার রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, শুক্রবার দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়। বিকেলে বৃষ্টিসহ বজ্রাঘাত শুরু হয়। স্থানীয় সৈয়দ শেখ স্থানীয় আড়কান্দি বাজারের মুদি দোকান থেকে কেনাকাটা করে বাড়ি যাওয়ার সময় স্বর্পবেতাঙ্গা রেল লাইন এলাকায় বজ্রাঘাতে নিহত হয়েছেন। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কালাম সরদার আরটিভি নিউজকে বলেন, বিকেলে আড়কান্দি বাজার থেকে বৃষ্টির মধ্যে রেললাইনের ওপর দিয়ে বাড়ি যাওয়ার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হয় সৈয়দ আলী শেখ।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
X
Fresh