• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৯
জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ
ফাইল ছবি

বরগুনার আমতলীর চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে শুক্রবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের দুই ছেলে সুলতান হাওলাদার ও রিপন হাওলাদারের মধ্যে ২’শ ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সে জমি নিয়ে শুক্রবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত রিপন হাওলাদার (৪২), ওলিউল ইসলামকে (২০) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, পরোনা আক্তার (৩৫), সুলতান হাওলাদার (৫৫), রাশিদা বেগম (৪৫), রাসেল হাওলাদার (৩০), সবুজ হাওলাদার (২৫), ঝড়না বেগম (২৩), কুলসুম বেগমকে (২৫) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ছোট ভাই রিপন হাওলাদার আরটিভি নিউজকে বলেন, বড় ভাই সুলতান হাওলাদার আমার জমি জোরপূর্বক দখল করে রেখেছে। ওই জমি চাইতে গেলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করেছে।

বড় ভাই সুলতান হাওলাদার অভিযোগ অস্বীকার করে আরটিভি নিউজকে জানিয়েছেন, ছোট ভাই আমাকে মারধর করেছে।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার আরটিভি নিউজকে বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
বরগুনায় ৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ
চান্দের গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পাথরঘাটায় হরিণের চামড়াসহ আটক ৩
X
Fresh