• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাওর দেখা হলো না দুই বন্ধুর, প্রাণ গেলো মহাসড়কে

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৭
হাওর দেখা হলো না দুই বন্ধুর, প্রাণ গেলো মহাসড়কে
সজিব মিয়া-আবুদস সোবহান

হাওর দেখতে গিয়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামটা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজিব মিয়া (৩২) ও একই এলাকার মো. চাঁন মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫)। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেন।

মাসুদ খান আরটিভি নিউজকে বলেন, এক জনের মরদেহ থানায় রাখা হয়েছে। অন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে শুক্রবার সকালে তিনটি মোটরসাইকেলযোগে ৬ বন্ধু কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাচ্ছিলেন। পথে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজিব মিয়া নামে একজন মারা যান। আহত অবস্থায় সোবহান নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনার পথেই মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিরঝিলে ভাসছিল এক ব্যক্তির মরদেহ
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
X
Fresh