Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

খেলতে গিয়ে ডোবায় পড়ে ২ শিশুর প্রাণহানি 

খেলতে গিয়ে ডোবায় পড়ে ২ শিশুর প্রাণহানি 
ফাইল ছবি

ভোলার লালমোহন উপজেলায় বাড়ির পাশের ডোবায় পড়ে দুই শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুলামিয়া গোবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন, মিম আক্তার (৫) ও মো. ছায়েদ (৫)। এর মধ্যে মিম গত ১৪ দিন আগে ওই বাড়িতে বেড়াতে আসে। সে একই ইউনিয়নের ফুলবাগিচা এলাকার রুস্তুম আলী মেম্বারবাড়ির মো. জাকিরের মেয়ে। অপর শিশু ছায়েদ দুলামিয়া গোবাড়ির মো. শাহিনের ছেলে।

জানা গেছে, বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ওই দুজন একসঙ্গে খেলছিল। এ সময় অসাবধানতাবশত তারা বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে পরিবারে লোকজন বিভিন্ন স্থানে খুঁজেও তাদের না পেয়ে বাড়ির পাশের একটি ডোবায় ভাসতে দেখে ওই দুই শিশুকে। এর পর উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS