Mir cement
logo
  • ঢাকা রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ৪ আশ্বিন ১৪২৮

স্কুলে পানি, ক্লাস হবে কিভাবে?

স্কুলে পানি, ক্লাস হবে কিভাবে?
ছবি: আরটিভি নিউজ

করোনার ধকল কাটিয়ে ১২ সেপ্টেম্বর সশরীরে ক্লাস শুরুর মধ্যদিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরছে শিক্ষাখাত। তবে ফরিদপুরে ওই সময়ে স্কুলে খুলতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

খোজ নিয়ে জানা গেছে, ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পাঁচটি উপজেলায় পাঁচ স্কুলের শ্রেণিকক্ষ ও ৪৫টি মাঠ তলিয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ওই স্কুলগুলোর মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে ডুবে আছে। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় সেখানে শেওলা জমে গেছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, বেশ কিছু স্কুলের শ্রেণিকক্ষ ও মাঠ পানিতে তলিয়ে যাওয়ার খবর শুনেছি।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পানিবন্দি স্কুলগুলোর নিয়মিত খোঁজ রাখছি। বন্যার পানি কমতে শুরু করেছে, কিছুদিনের মধ্যে স্কুলগুলোতে পাঠদান শুরু করা যাবে।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS