• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালে ৮টি বাইপেপ মেশিন হস্তান্তর করল কেএসআরএম

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৭
হাসপাতালে ৮টি বাইপেপ মেশিন হস্তান্তর করল কেএসআরএম
কেএসআরএম

দেশের অন্যতম ইস্পাত প্রস্তুত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম করোনা আক্রান্তদের চিকিৎসাসেবায় ৮টি বাইপেপ মেশিন (অক্সিজেন সাপোর্ট দেওয়ার ডিভাইস) হস্তান্তর করেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) করোনা চিকিৎসায় বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসব বাইপেপ মেশিন হস্তান্তর করা হয়। কেএসআরএমের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বীর কাছে তা হস্তান্তর করেন।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শিল্পগ্রুপ কেএসআরএম সংকটকালীন বারবার এগিয়ে এসেছে। দেশের মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা তা প্রশংসনীয়। সম্প্রতি তারা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছে। এতে অক্সিজেন সংকটে অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে অনেক প্রাণ।

মেহেরুল করিম বলেন, করোনার প্রভাব কিছুদিন আগে বাড়লেও বর্তমানে তা অনেকটা স্থিতিশীল। যদিও বিশেষজ্ঞদের ধারণা অচিরেই শুরু হবে করোনার তৃতীয় ঢেউ। তাই প্রাণহানি কমাতে প্রয়োজন ব্যাপক প্রস্তুতি। বিষয়টি বিবেচনায় রেখে কেএসআরএমের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেনারেল হাসপাতালে আটটি বাইপেপ মেশিন দেওয়া হয়েছে। দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

চিকিৎসকরা জানিয়েছেন, বাইপেপ হচ্ছে মূলত প্রাকৃতিক অক্সিজেনকে কাজে লাগিয়ে রোগীকে সাপোর্ট দেওয়ার মেশিন। এই মেশিনে রোগীকে মিনিটে ১৫ থেকে ২০ লিটার প্রেসারে অক্সিজেন সরবরাহ করার যায়। তাই প্ল্যান্টের অক্সিজেনের ওপর প্রেসার কমার পাশাপাশি বেশি সংখ্যক রোগীকে সেবা দেওয়া যায়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে উপহার হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব, মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন আহমেদ ও সিনিয়র ব্যবস্থাপক আবু সুফিয়ান প্রমুখ।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতা রফিকুল ইসলাম হাসপাতালে ভর্তি
ঈদ সালামি নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীর কোপে স্বামী হাসপাতালে 
অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি
ঈদের ছুটিতে ২ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
X
Fresh