• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাঁদপুরে করোনায় মৃত্যু কমেছে 

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০
চাঁদপুরে করোনায় মৃত্যু কমেছে 
ফাইল ছবি

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মোট নমুনার সংখ্যা ছিল ২৩১টি। শনাক্তের হার ১০.৩৮ শতাংশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। একই দিন রাতে রিপোর্ট পাওয়া গেছে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০ জন, হাজীগঞ্জের ৩, মতলব উত্তরের ৪, শাহরাস্তির ৩, মতলব দক্ষিণের ১, কচুয়ার ১ ও ফরিদগঞ্জের ২ জন রয়েছেন। একই দিনে ৩৮ জনকে করোনা মুক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৭ জন, ফরিদগঞ্জের ৩, কচুয়ার ৩, হাজীগঞ্জের ৫, শাহরাস্তির ৭ ও মতলব দক্ষিণের ৩ জন।

অন্যদিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নুরুন্নাহার (৬০) নামের একজন বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মারা গেছেন। তার বাড়ি ফরিদগঞ্জের চান্দ্রাবাজার এলাকার দেইচর গ্রামে। তিনি করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৪৩ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ১৫১ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
চাঁদপুরে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
চাঁদপুরে মেঘনায় জাটকা ধরায় ৮ জেলে আটক
চাঁদপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অভিযান
X
Fresh