• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গ্যাসের দামে বিদ্যুত দেয়ার অনুরোধ সোনালী ব্যাংকের এমডির

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৪
গ্যাসের দামে বিদ্যুত দেয়ার অনুরোধ সোনালী ব্যাংকের এমডির

করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে সোনালী ব্যাংক তাদের আর্থিক সহায়তা দেবে বলে জানালেন ব্যাংকের এমডি ও সিইও আতাউর রহমান প্রধান।

তিনি বলেন, সিএসআর প্রকল্পের আওতায় করোনাকালীন ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সোনালী ব্যাংক। এছাড়া দেশের কৃষি খাতকে আর্থিক সহায়তা দিতে সোনালী ব্যাংক কৃষকদের জন্য নতুন একটি প্রোডাক্ট চালু করতে যাচ্ছে। এতে নামমাত্র সুদ ও শর্তাবলী শীথিল থাকবে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে রংপুর আরডিআরএস এর বেগম রোকেয়া মিলনায়তনে রংপুর বিভাগীয় ব্যবসায়ি পর্যালোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পাইপলাইনের মাধ্যমে রংপুর অঞ্চলে গ্যাস না আসায় শিল্প, কল-কারখানার বিকাশ ও কর্মসংস্থান হচ্ছেনা বলে যুক্ত করে তিনি বলেন এব্যাপারে বানিজ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, গ্যাসের দামে বিদ্যুত দেয়ার জন্য।

সোনালী ব্যাংকের রংপুরের জিএম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মোরশেদুল কবীর। সোনালী ব্যাংকের এজিএম আব্দুর বারেক চৌধুরী।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ৫
একসঙ্গে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো দম্পতির, শায়িত হলেন পাশাপাশি
মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে শ্রমিক নিহত
X
Fresh