Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, ৯ আশ্বিন ১৪২৮

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৩২
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৯

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২ 

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২ 
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ওয়াহেদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কমলদহ এলাকায় একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে পেছনে ধাক্কা দেয়া কার্ভাড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। কার্ভাড ভ্যান এর ভেতরে থাকা ২ জন ঘটনাস্থলেই মারা যান। এ সময় একজন আহত হয়েছেন।

এদিকে পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি। ঘটনার পরপরই কুমিল্লা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এরই মধ্যে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক আটক করা হয়েছে।

চট্টগ্রামের কুমিরাহাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির ফারুক আরটিভি নিউজকে বলেন, একটি গাড়ি আরেকটি গাড়ির পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানতে পারিনি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS