• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ (ভিডিও)

নেত্রকোনা

  ১০ মে ২০১৭, ১৫:১৬

নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত মদন ও খালিয়াজুরী এলাকায় পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত কৃষকরা।

জেলার প্রায় ২৫ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হলেও মাত্র ১০ হাজার ভিজিএফ কার্ড বিতরণ করেছে জেলা প্রশাসন।

এসব অঞ্চলে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম ও টাকার বিনিময়ে কার্ড দেয়ার অভিযোগ করছেন ভুক্তভোগী কৃষকরা। এছাড়া দলীয় লোকজনদের মাঝেও বিতরণ করা হচ্ছে ভিজিএফ কার্ড। ক্ষতিগ্রস্তরা ছাড়াও ত্রাণের চাল পাচ্ছে অনেকেই এমন অভিযোগও করছেন তারা।

নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জানান, অনিয়ম বন্ধে প্রতিটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় প্রতিনিধিদেরকে নির্দেশনা মেনে কাজ করার জন্য বলা হয়েছে। তবে অনিয়মের অভিযোগ পেলে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অনিয়ম বন্ধে মনিটরিং এর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh