• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দু’হাত ছাড়াই এসএসসিতে জিপিএ-৫ (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ১০ মে ২০১৭, ১২:৪৮

দুই হাত না থাকা সত্ত্বেও কেবল ইচ্ছা শক্তির বলেই নিজের জীবনকে আলোকিত করে চলেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের বিউটি আক্তার। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পিএসসি, জেএসসি’র পর এবার এসএসসি’তেও জিপিএ-৫ পেয়েছে হত দরিদ্র পরিবারের এ সন্তান।

পৃথিবীর আর সব সাধারণ মানুষের মতো দু’হাত নিয়ে জন্মায়নি বিউটি। ভাগ্যের এমন নির্মম পরিহাস মেনে নিয়ে জীবন যুদ্ধে থেমে যায়নি তার চলার পথ।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে স্থানীয় আকলাশ শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বিউটি।

বরাবরই ভালো ফলাফল করা বিউটি এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছে। লেখাপড়ার পাশাপাশি ঘরের কাজেও বেশ পারদর্শী বিউটি আক্তার। যে কাজ হাত দিয়ে করার কথা তা অনায়াসেই করে ফেলে পা দিয়ে।

বিউটি আক্তারের এখন একটাই স্বপ্ন প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করা।

জয়পুরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. কামরুজ্জামান জানান, পড়াশোনার বিষয়ে বিউটিকে সার্বিকভাবে সাহায্য সহায়তা করা হবে।

সমাজের আর দশজন সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবন চায় প্রতিবন্ধী এ মেয়েটি। আর এ ক্ষেত্রে সবার সহযোগিতায়ই পারে সাহসী বিউটিকে সামনের দিকে এগিয়ে নিতে।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh