• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কোম্পানীগঞ্জের ৫ কিলোমিটার সড়ক যেনো মরণ ফাঁদ (ভিডিও)

আবুল খায়েরের, কুমিল্লা উত্তর

  ১০ মে ২০১৭, ০৯:২৫

কুমিল্লা-সিলেট মহাসড়কে মুরাদনগর উপজেলার ব্যস্ততম কোম্পানীগঞ্জ এলাকার প্রায় ৫ কিলোমিটার সড়ক এখন ভয়াবহ মরণ ফাঁদ। বৃষ্টির পানি জমে সড়কের বেশ কয়েকটি স্থানে গর্ত তৈরী হওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় পড়ছে সড়কে চলাচলকরা যানবাহন। কিন্তু দীর্ঘ দিন ধরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকা গুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতে নেই কোনো নজরদারি।

এ আঞ্চলিক মহাসড়কে যানবাহন ও যাত্রীদের জন্য ভয়ঙ্কর ও চরম দুর্ভোগের স্থানে পরিণত হয়েছে। বেশ কিছুদিন ধরে খানাখন্দে পরিণত হওয়া এ রাস্তাটি সাম্প্রতিক বৃষ্টির পানি জমে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিনই হাজার হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। প্রায়ই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা।

এ অবস্থায় ভুক্তভোগী পরিবহন ব্যবসায়ী ও যাত্রীরা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। তারা বলেন, এ অঞ্চল থেকে রোগীদের যাতায়াত করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখনই রাস্তাটা ঠিক করা দরকার।

অন্যদিকে, দ্রুতই সড়কটি মেরামতে ব্যবস্থা নেয়ার কথা জানান কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh