• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাঙামাটিতে পরিবহনে গণডাকাতির মূল আসামি গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, রাঙামাটি

  ০৯ মে ২০১৭, ১৫:৩৩

রাঙামাটিতে পরিবহনে গণডাকাতি ঘটনায় মূল আসামি নিউটন চাকমাকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পর্যটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গেলো ৩ মে রাতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সদর উপজেলার সাপছড়ি দেপ্পাছড়ি নামক এলাবায় বাস, ট্রাকসহ যাত্রী ও পণ্যবাহী পরিবহনে গণ ডাকাতির ঘটনা ঘটে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জনান, নিউটন চাকমা আরেকটি ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবর ছিল। সেই খবরের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি। সে পরিবহনে গণডাকাতির ঘটনার মূল আসামি।

তিনি আরো জানান, তার কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ ৭৫ হাজার টাকা পাওয়া যায়। মঙ্গলবার দুপুরের পর চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশ হেফাজতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

গেলো ৩ মে গণ ডাকাতির ঘটনায় রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন বাদী হয়ে থানায় মামলা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh