• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

১৫ বছর অপেক্ষার পর স্বউদ্যোগে রাস্তা সংস্কার (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ০৮ মে ২০১৭, ১৪:৫৭

ভোগান্তি নিরসনে, স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদারীপুর পৌরসভার একটি ওয়ার্ডের বাসিন্দারা। এই কাজে অংশ নেন বিভিন্ন বয়সের দুইশ’র ও বেশি মানুষ। তারা জানান, সড়কটিতে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়তে হয় অনেকেই। তাই বাধ্য হয়ে সংস্কারে নামেন তারা।

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত পর ১৯৯১ সালে মাদারীপুর প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। ১৪ কিলোমিটার আয়তনের এ পৌরসভার ১ লাখ ২০ হাজার নাগরিক নিয়মিত পৌর কর দিচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষের আশ্বাসের দীর্ঘ ১৫ বছরে সংস্কার হয়নি ৫ নম্বর ওয়ার্ডের বাবু চৌধুরী নামের সড়কটি। গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনায় পড়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সবশেষ বাধ্য হয়ে দেড় কিলোমিটার এই সড়কটি স্বেচ্ছায় সংস্কার করেন এলাকাবাসী। এতে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ অংশ নেয়।

এদিকে সেবা বঞ্চিত নাগরিকদের সহযোগিতার আহ্বান জানায় সচেতন নাগরিক কমিটির।

মাদারীপুর পৌরসভার মেয়র খালেদ হোসেন ইয়াদ বলেন, ওই রোডটি ১০ ফিট হবার কারণে আমাদের প্রকল্প ফেরত পাঠানো হয়েছে। খুব দ্রুতই পৌরসভার মানুষকে সু-সেবা নিশ্চিত করবো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh