• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

'ভারত সব নেবে, কিছু দেবে না'

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

  ০৭ মে ২০১৭, ১৮:৪৮

সরকার পতনের লক্ষ্যে বিএনপি সংগ্রাম করার চেষ্টা করছে তবে সংগ্রামে সফল হয়নি। কারণ, এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত। শেখ হাসিনার পেছনে রয়েছে ভারত। ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায় এজন্য যে, তারা সব নেবে কিন্তু বাংলাদেশকে কিছু দেবেনা। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

রোববার দুপুর বেলা ২ টায় খাগড়াছড়িতে বিএনপির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

শাওকত আরো বলেন, সামনে আন্দোলন আসছে। এ আন্দোলন হবে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন, শেখ হাসিনার অধীনে নির্বাচন না করার আন্দোলন। সরকার পতনের এই আন্দোলনে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরো অনেক।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh