• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে আসামি ছিনতাই, ৩ পুলিশ আহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মে ২০১৭, ২১:২৪

চট্টগ্রামের বোয়ালখালিতে অস্ত্র উদ্ধার অভিযানের পর ফেরার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করেছেন দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

পলাতক আসামি এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি (তদন্ত) মঈনুদ্দিন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, বৃস্পতিবার রাত সাড়ে ৮টার সময় বায়োজিদ বোস্তামি থানার আমিন জুটমিল সংলগ্ন পেট্রোল পাম্পের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তলসহ আসামি মো. সাইফুদ্দিন বাপ্পিকে (৪৬) গ্রেপ্তার করা হয়। তাকে ব্যাপক

জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার স্থায়ী বাড়ি বোয়ালখালিতে অবৈধ অস্ত্র এবং অস্ত্র তৈরির সরাঞ্জম রয়েছে।

পরে অভিযানে গেলে ১টি বিদেশি রিভালভর, ১টি শাটার গান, ১টি এয়ারগান উদ্ধার করা হয়।

এরপর উদ্ধারকৃত অস্ত্র এবং আসামি নিয়ে ফেরার পথে রাত ১০টা ৪৫মিনিটের দিকে আসামির ছোট ভাই ছালাউদ্দীন রুমির (৪২) নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল চেয়ারম্যানবাড়ির দক্ষিণ পাশের পুকুরঘাটে পৌঁছামাত্র সাইফুদ্দিন বাপ্পিকে ছিনিয়ে নিয়ে যায়।

এসময় অতর্কিত হামলায় বায়োজিদ বোস্তামি থানার এসআই মোহাম্মদ আইয়ুব উদ্দিন, এসআই এইচ এম এরশাদ উল্লাহ, চান্দগাঁও থানার এসআই মো. মফিজ উদ্দিন আহত হন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh