• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গভীর সমুদ্রবন্দর নির্মাণ: ওয়ার্কশপে অংশ নিতে প্রতিনিধি দল ব্যাংককে

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৫ মে ২০১৭, ১৭:১৫

কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্পের স্টাডি ওয়ার্কশপে অংশ নিতে ১৩ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল ব্যাংককের উদ্দেশ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ত্যাগ করেছে।

জাপানি দাতা সংস্থা জাইকার সহায়তায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। জাইকা মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের স্টাডি করবে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের প্রশাসন ও পরিকল্পনা বিভাগের সদস্য জাফর আলমসহ ৫ কর্মকর্তা এবং সঙ্গে সংশ্লিষ্ট সরকারের আরো ৮ কর্মকর্তাসহ মোট ১৩ জন ওই ওয়ার্কশপে অংশ নেবেন।

চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তার প্রয়োজন।

এছাড়া সরাসরি কিছু প্রতিষ্ঠানের সাথে এর সংশ্লিষ্টতা রয়েছে। তাই কাজ শুরুর আগে বন্দর কর্তৃপক্ষ এবং ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

আসছে ৮ মে প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।


এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh