• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২১, ১৩:৩৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির বলদাখাল এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে মহাসড়কে এই চিত্র দেখা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে মাদক-পাচারকারীরা বিপুল পরিমাণ মাদক ঢাকায় নিয়ে যাচ্ছেন এমন গোপন খবরের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির বলদাখালে চেকপোস্ট বসায়। এ সময় ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল আটকে দেয়া হয়।

এ সময় বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা যানবাহন আটকে তল্লাশি চলে। এতে মহাসড়কের আমিরাবাদ থেকে বলদাখাল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।

ঢাকাগামী ট্রাক চালক জামাল আরটিভি নিউজকে বলেন, ঢাকা কাঁচা মালামাল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই এখানে যানজটে পড়ে গেলাম। কখন ঢাকা গিয়ে পৌঁছবো জানি না।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহাদাত হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টের কারণে দেড় ঘণ্টার বেশি সময় ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে হঠাৎ করে যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
X
Fresh