• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ফার্মেসী মালিককে জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২১, ১৫:৫০
যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ফার্মেসী মালিককে জরিমানা 
ফার্মেসী মালিককে জরিমানা 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ওষুধ, যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ মজুদ ও বিক্রির দায়ে মুক্তা মেডিকেল হলের (ফার্মেসী) মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৪ আগস্ট) দুপুরে উল্লাপাড়া বাজারে অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার ও জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান।

মাহমুদ হাসান আরটিভি নিউজকে জানান, মুক্তা মেডিকেল হলে সরকারি ওষুধ, যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ মজুদ ও বিক্রির করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ পাওয়া যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একটি মাছের দোকানে ওজনে কম দেয়া ও আরেকটি চাউলের দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh