• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রূপগঞ্জের লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২১, ১৫:২৯
রূপগঞ্জের লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে 
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইউনাইটেড লেদার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে একই দিন দুপুর ১২টায় আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন এ তথ‌্য নিশ্চিত করে জানান, বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টায় ইউনাইটেড লেদার কারখানায় আগুন লাগে। সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ২টি ইউনিটের কর্মীরা তাদের সঙ্গে যোগ দেন। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, কারখানায় ১৬০ জন কর্মরত ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাশরাফীর রূপগঞ্জের ম্যাচে মাঠে আগুন
চট্টগ্রামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
তুষারের ঝড়ো সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় রূপগঞ্জের 
হাজারীবাগ ঝাউতলার বস্তির আগুন নিয়ন্ত্রণে
X
Fresh