• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ল্যাবে করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় পরীক্ষা বন্ধ

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২১, ১২:৪৯
ল্যাবে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় পরীক্ষা কার্যক্রম বন্ধ
ফাইল ছবি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে করোনা পরীক্ষার ল্যাব ও পিসিআর মেশিনের যন্ত্রাংশে ভাইরাস সংক্রমিত হওয়ায় সাময়িকভাবে করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) থেকে এ ল্যাবে ভাইরাস সংক্রমণ হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ ও ল্যাব প্রধান সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম আরটিভি নিউজকে জানান, পিসিআর ল্যাবে ভাইরাস সংক্রমিত হয় পড়লে মঙ্গলবার (৩ আগস্ট) থেকে নমুনা পরীক্ষার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, সোমবার (২ আগস্ট) বিকেলে পিসিআর মেশিনে করোনা পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেয়া হয়। এতে ১১৫টি পজেটিভ ও ৮টি নেগেটিভ ফল আসে। এ পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের সন্দেহ হয়।

এছাড়া পিসিআর টিউবে যেখানে ভাইরাসের উপস্থিতি একেবারেই থাকার কথা নয়, সেখানেও ভাইরাসের উপস্থিতি পাওয়ায় বিষয়টি আরও পরিষ্কার হয়। পরে আমরা সকল স্যাম্পল পুনঃপরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। আশা করছি আগামী শুক্রবারের মধ্যে যন্ত্রাংশ এবং ল্যাবটি সম্পূর্ণ জীবাণু মুক্ত করে আবার নমুনা পরীক্ষা করা যাবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 
যে কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
গ্লোব শপিং সেন্টারের ব্যবসায়ীদের মানববন্ধন
X
Fresh