• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাবাজার ঘাটে ভিড়, পারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২১, ০৯:৪৯
বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে ভিড়, পারের অপেক্ষায় শতাধিক যানবাহন
ফাইল ছবি

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে রাজধানীতে আসছে মানুষ। এ সময় পণ্যবাহী আড়াই শতাধিক ট্রাকসহ যাত্রীরা পদ্মা পারের অপেক্ষায় রয়েছেন। বুধবার (৪ আগস্ট) সকালে সরজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। একই সঙ্গে দুর্ভোগ বেড়েছে ঢাকামুখী যাত্রীরা।

জানা গেছে, গার্মেন্টস খোলার ঘোষণায় গত ৪ দিনে ফেরি ও লঞ্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঢল নামে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, পিকাপ, অটো ও সিএনজিসহ নানা যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এ সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এসব নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা তেমনটি দেখা যায়নি।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ম্যানেজার মো. ফয়সাল হোসেন আরটিভি নিউজকে জানান, বর্তমানে শিমুলিয়া ঘাট স্বাভাবিক রয়েছে। তবে বাংলাবাজার ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। এ রুটে সকাল থেকে ১০টি ফেরি চলছে। বাংলাবাজার ঘাটে প্রায় আড়াই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh