• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলার মিয়ানমার সীমান্তে আটকা

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ২৩:০৭
সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলার মিয়ানমার সীমান্তে আটকা
ফাইল ছবি

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলার মিয়ানমার সীমান্তে আটকা
টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার সময় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চরে আটকা পড়েছে। যাত্রীবাহী ট্রলারটিতে ২৫ থেকে ৩০ জন আছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আরটিভি নিউজকে বলেন, সন্ধ্যা ৭ টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে টেকনাফ ছেড়ে আসেন। নৌপথের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি একটি চড়ের মধ্যে আটকা পড়ে।

ওই ট্রলারে ২৫ থেকে ৩০ জন যাত্রী রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অপর একটি ট্রলারে উদ্ধারে গেলে দ্বিতীয় ট্রলারটিও আটকে যায়। পাশাপাশি আরও দুই ট্রলার চরের আশপাশে রয়েছে। জোয়ার আসলে ট্রলার দুইটি উদ্ধার করা হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ট্রলার দুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতায় আরও দুইটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার তৎপরতা রয়েছে। সেই সঙ্গে যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। শঙ্কার তেমন কারণ নেই বলেও জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
সীমান্তে হতাহতের ঘটনা প্রমাণ করে সার্বভৌমত্ব চরম সংকটে : ফখরুল
হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি
নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
X
Fresh