• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মোটরসাইকেলের সংঘর্ষে এএসআই নিহত

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ২২:২০
মোটরসাইকেলের সংঘর্ষে এএসআই নিহত

কুমিল্লার বুড়িচংয়ে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকি চন্দ্র সিংহ নামে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে কুমিল্লা-সিলেট সড়কের বুড়িচং উপজেলার শরীফপুর এলাকায় এ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

রাকি চন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এএসআই রাকি চন্দ্র সিংহ ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে কুমিল্লা সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা সিন্দুরিয়া এলাকার বাসিন্দা রাফি উল্লাহর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি এ সংঘর্ষ হয়। এ সময় দুজনই সড়কের দুই দিকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সদস্য রাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ কুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অপরদিকে, গুরুতর আহত রাফি উল্লাহকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
X
Fresh