• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বেরোবির ভিসির বিরুদ্ধে মামলা, ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ০৪ মে ২০১৭, ১৭:৩৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)উপাচার্য প্রফেসর একেএম নূর-উন-নবীর বিরুদ্ধে মানহানীর মামলা করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি।

জানা গেছে, পুলিশের করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষক নেতা ড. আরএম হাফিজুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমানসহ বেশ কয়েক জনের পদোন্নতি স্থগিত রাখা হয়। হয়রানীমূলক এ মামলার অভিযোগে মানহানীর মামলা হলো ভিসির বিরুদ্ধে। আসছে ১১ মে মামলার পরবর্তী দিন ঠিক করেন আদালত।

এদিকে ভিসিকে অবরুদ্ধ করা এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন বেরোবির শহীদ মুখতার ইলাহী হল শাখার সভাপতি ইমতিয়াজ বসুনিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক মৃতিশ চন্দ্র বর্মণ।

বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh