• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইসলামপুরে দুই ভু'য়া পুলিশ আটক

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ১২:১৬
ইসলামপুরে দুই ভুয়া পুলিশ আটক
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডিবি পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২ আগস্ট) বিকেলে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি মেলান্দহ উপজেলার মাহমুদপুর বানিয়াবাড়ী গ্রামের আবুল হোসেন খানের ছেলে হেলাল উদ্দিন (৪৫) এবং পাঁচপয়লা গ্রামের আবু তাহের মণ্ডলের ছেলে আব্দুল হাকিম (৪৪)।

স্থানীয়রা জানান, সোমবার (২ আগস্ট) বিকেলে নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া গ্রামে বুধিয়া রাণী নামে এক নারীর কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৫ হাজার টাকা দাবি করেন তারা। বুধিয়া রাণী তাদের ১ হাজার টাকা দেন। কিন্তু এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টারের বাড়িতে নিয়ে যায়।

আসাদুজ্জামান মাস্টার জানান, ঈদুল আজহার কয়েকদিন আগেও ওই ২ জন ডিবি পরিচয়ে এলাকার মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মোবাইল ফোনসহ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে থানায় সংবাদ দেয়া হলে পুলিশ তাদের আটক করে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, মঙ্গলবার (৩ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh