• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাবাজার-শিমুলিয়ায় বন্ধ লঞ্চ, ফেরিতে যাত্রীর চাপ

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ১২:০৩
বাংলাবাজার-শিমুলিয়ায় বন্ধ লঞ্চ, ফেরিতে যাত্রীর চাপ
ফেরিতে যাত্রীর চাপ

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে মানুষের চাপ বেড়েছে। এ সময় পণ্যবাহী ৩ শতাধিক ট্রাকসহ যাত্রীরা পদ্মা পারের অপেক্ষায় রয়েছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে সরজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। একই সঙ্গে দুর্ভোগ বেড়েছে ঢাকামুখী যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, গার্মেন্টস খোলার ঘোষণায় গত ৩ দিনে ফেরি ও লঞ্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঢল নামে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, পিকাপ, অটো ও সিএনজিসহ নানা যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এ সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পরে উভয় ঘাটে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক ভজন কুমার সাহা বলেন, বর্তমানে এ রুটে ১০টি ফেরি চলছে। তবে রোরো ফেরি বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী সময়ে সেগুলো চালানো হবে। এখন অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী পরিবহন, পচনশীল দ্রব্যের ট্রাক পারাপার করা হচ্ছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
যাত্রীর চাপ সামাল দিতে মেট্রোরেলে কোচ বাড়ানোর উদ্যোগ
X
Fresh