• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চাচার ঋণের জন্য ভাতিজির বৃত্তির টাকা আটকে দিলো ব্যাংক ম্যানেজার

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২১, ১১:৩৫
চাচার ঋণের জন্য ভাতিজির বৃত্তির টাকা আটকে দিল ব্যাংক ম্যানেজার
ফাইল ছবি

রাজশাহীর তানোর উপজেলায় চাচার ঋণের জন্য ভাতিজি রাজশাহীর মুণ্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা সুলতানা জয়ার বৃত্তির ৫ হাজার ৯০০ টাকা আটকে দিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ওই উপজেলার সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই ছাত্রীকে বৃত্তির টাকা দিতে রাজি হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ভুক্তভোগী মুণ্ডুমালা পৌর এলাকার শহিদুল ইসলামের মেয়ে সুলতানা জয়া। তিনি তানোরের মুণ্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন সে।

ভুক্তভোগীর বাবা শহিদুল ইসলাম বলেন, আমার বড় ভাই আতাউর রহমানের কাছে ঋণের বকেয়া পাবে ব্যাংক। তাতে আমার মেয়ের বৃত্তির টাকা কেটে নেবে কেন? তার কাছ থেকে টাকা আদায় করবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব। আমার পরিবারে অনেক অভাব অনটন। বৃত্তির টাকায় মেয়ের পড়াশোনার খরচ চলে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিঠন কুমার দেব জানান, স্কুলছাত্রীর চাচা আতাউর রহমানের ঋণ অনেক পুরনো। সেটির গ্যারান্টার ছিলেন শহিদুল ইসলাম। ঋণ আদায় করার জন্য শহিদুল ইসলামের সঙ্গে কথা হয়েছে। তবে ওই ছাত্রীর বৃত্তির চেকটি ব্যাংকে আছে।

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ বলেন, বৃত্তির টাকা অন্য খাতে কেটে নেয়ার এখতিয়ার ব্যাংকের নেই। ভুক্তভোগীর বাবা অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহ দেখছি।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
যেভাবে অপহরণের ৪৮ ঘণ্টা কেটেছে ব্যাংক ম্যানেজারের
‘ব্যাংক ম্যানেজারের কারণে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা’
X
Fresh