• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভোলার ইলিশা ঘাটে লঞ্চ ছাড়ার সময় বাড়লো

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২১, ০৯:৫০
ভোলার ইলিশা ঘাটে লঞ্চ ছাড়ার সময় বাড়লো
ছবি : আরটিভি

ভোলার ইলিশা ঘাট থেকে লঞ্চ ছাড়ার সময়সীমা সকাল ৬টা পর্যন্ত বেধে দেয়া থাকলেও তা বাড়িয়ে ১০টা পর্যন্ত করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

সোমবার (২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিআিডব্লিটিএ’র সহকারী পরিচালক কামরুজ্জামান।

জানা গেছে, সোমবার (২ আগস্ট) সকালে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ওয়াটার বাস গ্রিন লাইন ও এমভি কর্ণফুলী। এ ছাড়া চরফ্যাশন বেতুয়া থেকে ছেড়েছে দুটি লঞ্চ। অপরদিকে চট্টগ্রামগামী যাত্রী নিয়ে ছেড়ে যায় সিট্রাক খিজির ৫, খিজির ৮ ও সুকান্তবাবু।

এ বিষয়ে বিআিডব্লিটিএ’র সহকারী পরিচালক কামরুজ্জামান আরটিভি নিউজকে জানান, লঞ্চ ছাড়ার সময় বাড়িয়ে সকাল ১০ পর্যন্ত করা হয়েছে। তবে গত দুদিনের চেয়ে আজ সোমবার যাত্রীদের চাপ কম রয়েছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh