Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২১, ০৯:২৯
আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৯:৩৩

কুমিল্লায় একদিনে ৯ জনের প্রাণহানি

কুমিল্লায় একদিনে ৯ জনের প্রাণহানি
ফাইল ছবি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮০৬ জনের। সোমবার (২ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৬৮ জন, আদর্শ সদরের ১৪ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ের ৫৬ জন, ব্রাহ্মণপাড়ার ৩৭ জন, চান্দিনার ১৩ জন, চৌদ্দগ্রামের ১৪ জন, দেবিদ্বারের ৪৫ জন, দাউদকান্দির ৭৮ জন, লাকসামের ৬৪ জন, লালমাইর ১৩ জন, নাঙ্গলকোটের ৬২ জন, বরুড়ার ৭০ জন, মনোহরগঞ্জের ৩৬, মুরাদনগরের ৭০ জন, মেঘনার ২১ জন, তিতাসের ৯ জন এবং হোমনা উপজেলার ২০ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৬৪ জনে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন আরটিভি নিউজকে জানান, যারা মারা গেছেন তাদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৯ জনে।

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS