• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে পাসের হার কমেছে ২.১৭ শতাংশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মে ২০১৭, ১৩:১৩

এ বছর বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.২৪ শতাংশ। যা গেলো বছরের তুলনায় ২.১৭ ভাগ কম। ২০১৬ সালে পাসের হার ছিল ৭৯.৪১ শতাংশ।

এ বছর মোট ৯৩ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭২ হাজার ৩৫৮ জন। ছাত্র ৩৫ হাজার ৩৯১ জন। ছাত্রী ৩৬ হাজার ৯৬৭ জন। অপরদিকে গেলো বছর ৮১ হাজার, ৭২৮ জনের মধ্যে পাস করেছে ৬৪ হাজার ৯০২ জন, পাসের হার ছিল ৭৯.৪১।

পাসের হারের পাশাপাশি এ বছর বরিশাল শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এর হারও কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন। যা গেলো বছরের চেয়ে ৮২৫ কম।

বরাবরের মতো পাসের হার ও জিপিএ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে আছে। এ বছর ছাত্ররা ১ হাজার ৩৩ জন ও ছাত্রীরা ১ হাজার ২৫৫ জন জিপিএ-৫ পেয়েছে।

বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে ঝালকাঠির পাসের হারে শীর্ষস্থান রয়েছে। ঝালকাঠিতে ৮ হাজার ৭৮৫ জনের মধ্যে পাস করেছে ৭ হাজার ২৭২ জন।

বরিশাল শিক্ষা বোর্ডের ১ হাজার ৪১৪ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বরিশাল ও ভোলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। অপরদিকে ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
X
Fresh