• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চাকরি বাঁচাতে গিয়ে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২১, ১৩:০৮
চাকরি বাঁচাতে গিয়ে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর
ফাইল ছবি

বগুড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে আবু হাসান (২২) নামে এক পোষাক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (০১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের মাটিডালী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হাসান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব কোরিয়া এলাকার বাসিন্দা এবং মাওলানা ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানিয়েছেন, ডলফিন নামের একটি বাস শ্রমিক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বগুড়া শহরতলীর মাটিডালী এলাকা অতিক্রমকালে আবু হাসান নামের এক যুবক রাস্তা পারাপারের সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
রেললাইনে উঠে গেল বাস, প্রাণে বাঁচল হাজারও যাত্রী 
বগুড়ায় জন্ম নিল অদ্ভুত আকৃতির ছাগল
লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি
X
Fresh