• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬

মাদারীপুর (শিবচর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২১, ০৮:৩৪
মাদারীপুরে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬
ফাইল ছবি

মাদারীপুরের শিবচরে ট্রাক উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে নেয়া হলে মাঝপথে মারা যায় আরও তিনজন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জন। এ সময় আহত হয়েছেন আটজন।

নিহতরা হলো, শিবচরের আড়িয়াল খাঁ টোলের কর্মরত শ্রমিক নির্মল, সোহান, পুলক। দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্চ গ্রামের মিরাজ (২৮), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের আরিফ (২৪) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের হান্নান গাজী (২৬)।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মো. সোহান নামে টোলপ্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আট জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরও চার জন মারা যায়।

টোল প্লাজার স্টাফ আনিস আরটিভি নিউজকে জানিয়েছেন, পিকআপটি টোল প্লাজার দায়িত্বে থাকা কর্মচারীদের উপর দিয়ে চলে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বেপরোয়াভাবে চালানোতেই এই দুর্ঘটনা।

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আরটিভি নিউজকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরও চারজন মারা গেছে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস আরটিভি নিউজকে জানিয়েছেন, পিকআপ দুর্ঘটনায় ৬ মারা যান। তাদের মধ্যে তিনজন টোলে কর্মরত, বাকি তিনজন পিকআপের যাত্রী। তারা নির্মাণ শ্রমিক।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক স্বামী 
দগ্ধ ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক
হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
সাভারে ৫ গাড়ির আগুনে নিহত বেড়ে দুই, তিনজনের অবস্থা আশঙ্কাজনক 
X
Fresh