• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ২৩:১৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। সরকার ঘোষিত শনিবার রাত ৮টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চালুর সিদ্ধান্তের পর থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত যতই গভীর হচ্ছে যানবাহনের চাপ ততোই বাড়ছে।

এর আগে ১ আগস্ট গার্মেন্টস ও শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণার পর সকাল থেকেই মহাসড়কটিতে ঢাকামুখী মানুষের ঢল নামে। চাকরি বাঁচাতে লোকজন খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে

কয়েকগুণ বেশি ভাড়ায় ঢাকার দিকে রওনা দেয়। পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেক লোককে।
এদিকে যানজটের বিষয়ে জানার জন্য এলাকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলামের সঙ্গে রাতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কি‌লো‌মিটার এলাকাজুড়ে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোবাইল ফ্ল্যাশলাইটের ফাঁদ
X
Fresh