• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দোলনায় করে ট্রলারে, হাসপাতালে নেয়ার পথে নদীর মাঝে সন্তান প্রসব

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ২১:৫৫
দোলনায় করে হাসপাতালে পৌঁছানোর আগেই নদীতে সন্তান প্রসব
হাসপাতালে পৌঁছানোর আগেই সন্তান প্রসব

সাতক্ষীরায় প্রসূতি মাকে নিয়ে নদী পথে ট্রলারযোগে হাসপাতালে পৌঁছানোর আগেই ট্রলারেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মা।

শনিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে খোলপেটুয়া নদীর মাঝখানে কামালকাটি এলাকায় সন্তানের জন্ম দেন ওই মা। প্রসূতি মা কেয়ামনি পদ্মপুকুর ইউপির চন্ডিপুর গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।

কেয়ামনির শ্বশুর ইব্রাহিম হোসেন জানান, শুক্রবার (৩০ জুলাই) রাত থেকেই প্রসব বেদনা শুরু হয়। স্থানীয় গ্রাম্য চিকিৎসক ও ধাত্রীরা দুপুর পর্যন্ত চেষ্টা করলেও সন্তানের জন্ম হয়নি। এরপর দুপুরের দিকে নদীপথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে খোলপেটুয়া নদীর মাঝখানে কামালকাটি এলাকায় কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে। তাদেরকে শ্যামনগর উপজেলার নওয়াবেকী শামিমা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, যাতায়াত ব্যবস্থা না থাকায় পুত্রবধূকে দোলনার মধ্যে নিয়ে বাঁশে বেঁধে কাঁধে করে নৌকা পর্যন্ত নেয়া হয়। অবশেষে ডাক্তারের কাছে পৌঁছানোর আগেই সন্তানের জন্ম হয়েছে।

পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, উপকূলের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার বা নৌকা। জরুরি কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার কোনো কোনো উপায় নেই।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh