• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রাঙামাটিতে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ কর্মী আটক

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ১৯:৫৯
রাঙামাটিতে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ কর্মী আটক
আটককৃত আসামিরা

রাঙামাটির বরকল উপজেলার ছোট কাট্টলিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর চার কর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকালে রাঙামাটি সদর সেনা জোনে আসামিদের নিয়ে এসে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, সুরেন চাকমা (৩৬), অন্নাসং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)।

বিবৃতিতে জানানো হয়, আটককৃতদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড অ্যামুনিশন, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, ৪টি মোবাইল সেট, ভুয়া আইডি কার্ড ও রাষ্ট্রবিরোধী স্লোগান সম্বলিত ব্যানারসহ নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাঙামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বরকল থানায় হস্তান্তর করা হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জালে আটকা লক্ষ্মীপ্যাঁচা, উদ্ধারের পর অবমুক্ত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১
মই বসিয়ে মহাসড়ক পার করানো সেই যুবক আটক
ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৭ আসামি আটক
X
Fresh