• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মগডালে আটকে থাকা যুবককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ১৯:৩৭
মগডালে আটকে থাকা যুবকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস
যুবকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ঝিনাইদহের কোটচাঁদপুরের কাগমারী স্কুল মাঠ এলাকায় মেহগনি গাছের পাতা কাটতে গিয়ে মগডালে আটকে থাকা যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩১ জুলাই) বেলা ১১টায় ঝিনাইদহের কোটচাঁদপুরের কাগমারী স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত যুবক কাগমারী গ্রামের মাসুদ পারভেজের ছেলে তরিকুল ইসলাম (১৮)।

জানা গেছে, শনিবার (৩১ জুলাই) সকালে পার্শ্ববর্তী পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেহগনি গাছের ডাল ও পাতা কাটতে যায় তরিকুল। এর পরে গাছের মগডালে উঠে নিচে তাকালে ভীত হয়ে পড়েন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করতে ব্যর্থ হয়। এ সময় ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসর সহযোগিতা চান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার প্রদীপ মণ্ডল জানান, আজ সকালে ৯৯৯ থেকে ফোন পেয়ে গিয়ে দেখি স্থানীয়রা গাছের ওপরের অংশে তরিকুলকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। তারপর বিশেষ পদ্ধতি অবলম্বন করে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ৭০ ফিট উঁচু গাছে উঠে তাকে উদ্ধার করে। বর্তমানে তরিকুল শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
গুলশানের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুন
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে
X
Fresh