• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পায়ে হেঁটে ঢাকার পথে হাজারো মানুষ

কামাল হোসেন, টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি

  ৩১ জুলাই ২০২১, ১৮:৩২
পায়ে হেঁটে ঢাকার পথে হাজারো মানুষ
ছবি : আরটিভি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী জনস্রোত সৃষ্টি হয়েছে। এ সময় যে যেভাবে পাড়ছেন গন্তব্যে যাচ্ছেন। শনিবার (৩১ জুলাই) বিকেলে যানবাহনের সারির মতো মানুষের সারি দেখা গেছে পুরো মহাসড়ক জুড়ে।

জানা গেছে, যানবাহনে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে পরিবহনগুলো। অন্যদিকে নানা শঙ্কা আর চাকরি হারানোর ভয়ে পায়ে হেঁটেই ঢাকার দিকে রওনা হয়েছেন মানুষ। তাদের লক্ষ্য একটাই রোববার (১ আগস্ট) সকালের মধ্যে কাজে যোগ দিতে হবে। আর রক্ষা করতে হবে চাকরি।

মহাসড়কের পৌলি এলাকায় শাহীন-শাবনুর দম্পতি জানান, আশুলিয়া যেতে হবে। আগামীকাল কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। এলেঙ্গাতে এক ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়েছিলাম কোন যানবাহন পায়নি। আর যা দুয়েকটা পাওয়া যায় তাতে কয়েকগুণ বেশি ভাড়া চাচ্ছে। এ কারণে বাধ্য হয়ে হেঁটেই রওনা দিয়েছি। রাস্তায় কোন যানবাহন পেলে তাতে উঠে পড়বো। হেঁটে যতটুকু এগিয়ে থাকা যায়।

চন্দ্রার উদ্দেশ্যে রওনা দেয়া গার্মেন্টস কর্মী করিম আরটিভি নিউজকে জানান, ট্রাকেও অনেক বেশি ভাড়া চায়। আর অন্য গাড়িগুলো ১০ থেকে ১২ গুন বেশি ভাড়া চাচ্ছে। তাই হেঁটেই ঢাকা যাচ্ছি।

উল্লেখ্য, এ বিষয়ে মহাসড়কে দায়িত্বরত কেউ কথা বলতে রাজি হননি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাজারো মানুষকে পথে বসাচ্ছে উচ্চ রক্তচাপ!
X
Fresh