• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কারখানা খোলায় ঢাকামুখী জনস্রোত দৌলতদিয়ায় 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ১৭:০১
কারখানা খোলায় ঢাকামুখী জনস্রোত দৌলতদিয়ায় 
ঢাকামুখী জনস্রোত দৌলতদিয়ায় 

করোনা সংক্রমণ রোধে সারা দেশে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের আজ নবম দিন। আগামীকাল রোববার থেকে সরকার সব পোশাক ও রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দিচ্ছে। এতে ঢাকা ফিরতে শুরু করেছেন এসব কারখানার শ্রমিকেরা। ফলে চাপ বাড়ছে দৌলতদিয়া ফেরিঘাটে।

সরেজমিনে সকাল ১০টায় দেখা যায়, সময় যত বাড়ছে যাত্রীর চাপও ততো বাড়ছে। প্রতিটি ফেরিঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। পা ফেলার মতো জায়গা নেই পন্টুনের ওপর। যাত্রীরা একজনের গায়ের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করেই দাঁড়িয়ে আছে ফেরির জন্য। কিছুক্ষণ পর ভাষাসৈনিক বরকত নামের একটি ফেরি ৫ নম্বর ঘাটে ভিড়ছে। সে সময় যাত্রীরা হুড়োহুড়ি করে ফেরিতে উঠছে। সকাল ১০টার পর থেকে প্রতিটি ফেরিতেই ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের কোনো তৎপরতা নেই ঘাট এলাকায়।

শনিবার দুপুর ২টায় একযোগে হাজার হাজার যাত্রী দক্ষিণাঞ্চল থেকে বিভিন্ন পথে দৌলতদিয়ায়া ফেরিঘাটে আসায় ঘাট এলাকা বিশাল জনস্রোতে পরিণত হয়। আর এতেই জনদুর্ভোগ চরমে পৌছায়।

যশোর থেকে ঢাকাগামী ইসলাম আলী জানান, ‘মাহেন্দ্র ভাড়া করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে ছয়শ টাকা লেগেছে। কাল থেকে গার্মেন্টস খোলা তাই যেতেই হবে। খুবই ভোগান্তি হচ্ছে বাস না চলায়।’

আমিরুল ইসলাম নামের আরেক যাত্রী জানান, ‘এভাবে জনগণকে ভোগান্তিতে ফেলানোর কোনো মানেই হয় না। কারণ লকডাউনের মধ্যে কলকারখানা খোলা। কেন ৫ তারিখের পরে কারখানা খুললে কী সমস্যা হতো। খুললোই যখন, তখন বাস চালু করত। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই ফিরতে হচ্ছে কর্মস্থলে।’

রুহুল আমিন বলেন, ‘ভোগান্তির শেষ নেই। ভেঙে ভেঙে দ্বিগুণ-তিনগুণ বেশি ভাড়া দিয়ে ঘাট পর্যন্ত এসেছি। ঘাটে প্রচণ্ড ভিড়। স্বাস্থ্য্বিধি মেনে পার হতে পারব না। লকডাউন শেষে কলকারখানা খোলা উচিত ছিল।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যাবস্থাপক মো. মজিবুর রহমান আরটিভি নিউজকে জানান, লকডাউনের কারণে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। সেই সুযোগে শত শত যাত্রী পারাপার হচ্ছ এই রুটে। বর্তমানে ছোট-বড় মিলে আটটি ফেরি চলাচল করছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ফিটনেসবিহীন ফেরি চলছে বছরের পর বছর, বাড়ছে দুর্ঘটনা
৭ ঘণ্টা পর দৌলতদিয়া নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
X
Fresh