• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মানুষের চাপে একটা মোটরসাইকেলেরও জায়গা হলো না ফেরিতে!

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ১২:০২
মানুষের চাপে একটা মোটরসাইকেলেরও জায়গা হলো না ফেরিতে!
ছবি: আরটিভি

কাল থেকে (রোববার) পোশাক কারখানা খুলে দেওয়ার খবরে ভোলার ইলিশা ফেরিঘাটে হঠাৎ করে দেখা গেছে মানুষের ঢল।

আজ শনিবার থেকে ভোর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কয়েক হাজার যাত্রী ভিড় জমান। ভিড় সামাল দিতে হিমসিম খাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা।

সরজমিনে দেখা গেছে, যাত্রীদের চাপে শেষ পর্যন্ত ফেরি কিষানীতে কোনও যানবাহন ওঠতে পারেনি।

ফেরির পরিদর্শক কামরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, সকাল সোয়া ১০টার দিকে প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে ছেড়ে যেতে বাধ্য হয় ওই ফেরিটি। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ছেড়ে গেছে ফেরি কুসুমকলি।

তিনি জানান, গতরাত থেকে আজ সকাল পর্যন্ত ৫টি ফেরিতে ছিল একই অবস্থা।

ফেরির স্টাফরা জানান, যাত্রীদের চাপে ফেরিতে একটি মোটরসাইকেলও ওঠতে পারেনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
কলেরার প্রাদুর্ভাবে দ্বীপ ছেড়ে যাত্রা, ফেরিডুবিতে নিহত বেড়ে শতাধিক
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
ফেরি থেকে নামতে গিয়ে ট্রাক নদীতে
X
Fresh