• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় করোনায় আরও ১২ জনের মৃ'ত্যু

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ০৯:৫২
কুমিল্লায় করোনায় আরও ১২ জনের মৃত্যু
ফাইল ছবি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও দশজন পুরুষ। এসময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭১৬ জন। শনিবার (৩১ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন থেকে এ তথ্য জানিয়েছেন।

ডা. মীর মোবারক হোসাইন আরটিভি নিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দাউদকান্দিতে তিন, কুমিল্লা সিটি করপোরেশন, লালমাই ও বরুড়া উপজেলায় দুইজন করে এবং চান্দিনা, নাঙ্গলকোট ও মুরাদনগর উপজেলায় একজন করে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১১ জনে।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন আরটিভি নিউজকে আরও বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৪ জনে। আক্রান্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাউদকান্দিতে গণমাধ্যম কর্মীদের সাথে সর্বজনীন পেনশন নিয়ে মতবিনিময়
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
X
Fresh