• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কালিয়াকৈরে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে জরিমানা

কালিয়াকৈর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২১, ১৪:২০
কালিয়াকৈরে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে জরিমানা
কালিয়াকৈরে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শুক্রবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকেপাস্ট বসিয়ে অবৈধ তিন চাকার যানবাহনকে জরিমানা করা হয়েছে।

হাইওয়ে পুলশি সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজলোর চন্দ্রা এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ দুটি চেকপোস্ট বসিয়ে ৯০টি যানবাহন ও অযান্ত্রকি গাড়িকে মামলা দেওয়া হয়। এসময় ওই অবৈধ যানবাহন বিরুদ্ধে মামলা দিয়ে প্রায় এক লাখ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন পুলিশ।

সরকারি কঠোর লকডাউন কার্যকর করতে হাইওয়ে পুলিশ মহাসড়কে তৎপর রয়েছে। অযান্ত্রিক গাড়ি চলতে না দেওয়া মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

পুলিশেরে চেকপোস্টে ব্যক্তিগত গাড়ির মধ্যে অসুস্থ রোগীর গাড়ি সংখ্যায় বেশি চলাচল করছে। মানুষ বিভিন্ন অজুহাতে ঢাকায় প্রবেশের চেষ্টা করছে। যাত্রীদের অজুহাতের কোন কমতি নেই। হাইওয়ে পুলিশ যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে ঢাকার দিকে ঢুকতে দিচ্ছে না।

সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, সরকারি কঠোর লকডাউনের কার্যকর করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়ছে। পস মেশিনের মধ্যে দুটি চেকপোস্ট বসিয়ে ২৪ ঘণ্টায় ৯০টি যানবাহন ও অযান্ত্রকি গাড়িয়ে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটোসহ ধানের ব্যাপক ক্ষতি
X
Fresh