• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জমি সংক্রান্ত জেরে বাড়িঘর ভাঙচুর, এলাকায় উত্তেজনা

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২১, ২২:১২

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুকোদা নামে ৮০ বছরের এক বৃদ্ধাকে ইট পাটকেলের আঘাতে আহত করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের দোগাছি গ্রামে এই ঘটনা ঘটে।

এছাড়াও তার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আহত বৃদ্ধা দোগাছি পশ্চিম পাড়া গ্রামের মৃত কায়মদ্দিন মণ্ডলের স্ত্রী।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তার ছেলেরা সাংসারিক কাজে বাহিরে গেলে প্রতিপক্ষ আকুল হোসেন লোকজন নিয়ে বৃদ্ধা সুকোদার বাড়ির সীমানায় জোরপূর্বক টিনের চালার ঘর নির্মাণ করতে থাকে। বৃদ্ধা সুকোদা বেওয়া বাধা দিলে আকুল ও তার লোকজন তাকে ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় নীলাফুলা জখম করে এবং ঘরে ঢুকে টিভি ফ্যান শোকেজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় বৃদ্ধার ছেলে শামসুল হক বাদী হয়ে আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

বড়াইগ্রাম থানার ওসি তদন্ত আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh