• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা নমুনা দেয়ার লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২১, ১২:১৯
করোনা নমুনা দেয়ার লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে ইকবাল (৪৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে ইকবাল।

স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে জ্বর-ঠাণ্ডায় ভুগছিলেন ইকবাল। সেজন্য করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে বুধবার (২৮ জুলাই) সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল। তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া আরটিভি নিউজকে জানান, ইকবালের শরীরে করোনা উপসর্গ ছিল। তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
X
Fresh