• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ধান ক্ষেতে মারা গেলেন বাবা-ছেলে

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২১, ১৪:৩৬
ধান ক্ষেতে মারা গেলেন বাবা-ছেলে
ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের শরিষাবাদ গ্রামে জমি চাষ করার সময় বজ্রঘাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার শরিষাবাদ গ্রামের মৃত সাদেক হোসেনের ছেলে আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৩)। হাবিবুর স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে কৃষক সামাদ মাঠে পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করছিল। এ সময় তার ছেলে বাবাকে সহযোগিতা করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রঘাতে বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে অন্যান্য কৃষক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আজ সকালে বাবা-ছেলে ধানের জমি চাষ করছিল। এ সময় বজ্রপাতে তারা মারা যায়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি দখলের চেষ্টা চেয়ারম্যানের, বাবা-ছেলে জেলহাজতে
রামুতে ডাকাতের আক্রমণে বাবা-ছেলে নিহত
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh