• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেয়রের স্বাক্ষর জাল করে টাকা তোলার সময় আটক ৩

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২১, ১০:১৭
মেয়রের স্বাক্ষর জাল করে টাকা তোলার সময় আটক ৩
আটককৃত অভিযুক্তরা

ঝালকাঠির নলছিটিতে পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান ও পৌরসভার সচিব রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ চেষ্টা করায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জুলাই) রাতে পৌরসভা থেকে তাদের আটক করা হয়। এর আগে এ ঘটনায় পৌর মেয়র থানায় একটি অভিযোগ করেছেন।

আটককৃতরা হলেন, পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেক্ট্রেশিয়ান সিরাজুল ইসলাম সেলিম ও রেখা বেগমের ভাই মো কামাল হোসেন।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কবির খান বলেন, আমার ও সচিবের স্বাক্ষর জাল করে মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজের নামে ৪ লাখ টাকা তোলার সময় সোনালী ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হওয়ায় আমাকে খবর দেন। এরপর তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে পুলিশকে সংবাদ দিয়ে তাদের আটক করা হয়।

নলছিটি থানার ওসি মো.আতাউর রহমান জানান, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
স্বাক্ষর জাল করে ভুয়া কাবিননামা, কাজি-সহযোগী কারাগারে
X
Fresh